বদনজর লাগার কারন ও লক্ষণ

বদ-নজর কিভাবে লাগে?

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। আমাদের বাচ্ছাদের নেকে দেখে বলে WOW কি সুন্দর বাবু?এই কথার দ্বারাই আপনার সন্তনের বদনজর আক্রান্ত হয়।যেকোনো ভালো জিনিস দেখে মাশা-আল্লাহ ,আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় না করলে বদনজর লেগে ধব্বংস হয়ে যায় । এমনকি বাবা_-মা ও দাদা দাদির দ্বারা ও বদনজর লাগতে পারে।

বদনজর লাগার হাদিসঃ

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: “اسْتَعِيذُوا بِاللَّهِ مِنَ الْعَيْنِ، فَإِنَّ الْعَيْنَ حَقٌّ”.

বাংলা অর্থ: আয়েশা (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: “তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর, কেননা বদনজর সত্য”।

(সহিহ বুখারি: ৫৭৩৮, সহিহ মুসলিম: ২১৮৮)

العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر

অর্থঃ বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে, যার ফলে তাকে কবরে দাফন করা হয়। আর উটের যখন বদ-নজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌছে যায় তখন সেটা যবাই করে পাতিলে পাকানো হয় ।
অর্থাৎ শুধু মানুষ না অনান্য প্রানীদের ও বদ-নজর লাগে।

نعم فلو كان شئ سابق القضاء لسبقته العين

অর্থঃ হ্যাঁ! কোন বস্তু যদি তাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। (তিরমিযীঃ ২০৫৯, আহমদঃ ৬/৪৩৮) ৫।

বদ-নজর থেকে বাঁচার দোয়াঃ
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، وَمِنْ كُلِّ عَيْنٍ وَحَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ.

বাংলা অর্থ:আল্লাহর নামে তোমার জন্য রুকইয়াহ করছি, যা কিছু তোমাকে কষ্ট দিচ্ছে তা থেকে, এবং প্রতিটি বদনজর ও হিংসুক থেকে। আল্লাহ তোমাকে আরোগ্য দিন, আল্লাহর নামে তোমাকে রুকইয়াহ করছি।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)বদনজর বা চোখ লাগার লক্ষণ।

বদনজর লাগার লক্ষণ ২০টি নিম্নে দেওয়া হলোঃ

[১] শরীরের সাধারণ দুর্বলতা থাকা, ক্ষুধা হ্রাস এবং বমি বমি ভাব লাগা।
[২]চেহারাতে ফ্যাকাশে ফিতে/ধূসর / হলুদ হয়ে যাওয়া।
[৩] ক্ষুধামন্দা, খাবারে অরুচি।
[৪]স্থায়ীভাবে / প্রায় সময় উচ্চ শারীরিক তাপমাত্রা/ জ্বর থাকা [ কিন্তু থার্মোমিটারে না উঠা]
[৫]কোন কারণ ছাড়াই কান্নাকাটি করা / আশ্বাস হওয়া।
[৬]কনস্ট্যান্ট জাগ্রত (ঘুমিয়ে আছেন কিন্তু মনে হচ্ছে জাগ্রত)
[৭]উভয় হাত এবং পায়ের মধ্যে প্রায়ই ব্যথা, শরীরের ব্যথা আবর্তিত, শরীরের ব্যথা এক জায়গায় স্থির না হওয়া।
[৮]প্রায় সময় মাথাব্যাথা করা
[৯] বিভিন্ন অসুখ লেগেই থাকা, অনেক চিকিৎসার পরেও ভালো না হওয়া (ঠান্ডা,সর্দিকাশি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি )
[১০] পঞ্চমুখী মমুলাট,( কাজে মন না বসা, লেখাপড়া মন না বসা, নামাজ, যিকিরে মন না বসা)
[১১] মহিলাদের/পুরুষদের অত্যধিক চুল পড়া (যা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হয়না)
[১২] আত্মীয়, বন্ধু ও সহকর্মীদের সাথে দেখা করতে অপছন্দ লাগা।
[১৩]ব্যবসা, কাজ বা পেশায় বিঘ্ন এবং ক্ষতি, ঝামেলা লেগে থাকা।
[১৪] বুকে ধড়ফড় করা, দমবন্ধ বা অসস্তি লাগা।
[১৫] পেটে প্রচুর গ্যাস হওয়া/ জমে থাকা।
[১৬] মেজাজ খিটখিটে থাকা, কোন কারণ ছাড়াই রেগে যাওয়া।
[১৭]অহেতুক মেজাজ বিগড়ে থাকা ।
[১৮]একটি প্রাথমিক / বিশেষজ্ঞ কাজ সম্পাদন করতে অক্ষম হওয়া।
[১৯] প্রাথমিক/যে কাজে অভিজ্ঞ তা করতে গেলেই অত্যন্ত অলস অথবা অসুস্থ হয়ে পড়া।
[২০]স্বপ্নে উঁচু থেকে নিচে পড়ে যেতে দেখা।

আপনার সাথে যদি প্রায় সবগুলোই মিলে যায় আপনি নিশ্চিত বদ-নজরে আক্রান্ত ।আপনি নিকটস্থ কোন অভিজ্ঞ রাক্বীর নিকট রুকইয়াহ করুন অথবা আমাদের দেশ সেরা অভিজ্ঞ আস-সুন্নাহ হেলথ কেয়ারেরে রাক্বীর নিকট রুকইয়াহ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের দেওয়া ঠিকানায়।
For Appointment & Visit :.👇
WhatsApp
Telegram

Share:

Facebook
Twitter
LinkedIn
Scroll to Top