বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতি হলেও শয়তান দের প্রভাব ও বাড়ছে।অনেকেই কালো-যাদুর প্রভাব অনেকেই অনুভব করছেন। অদ্ভুত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগলেও, অনেক সময় চিকিৎসা কাজ করে না। এসব সমস্যার পেছনে জাদুর প্রভাব থাকতে পারে। তাই রুকইয়াহ এবং ইসলামী পদ্ধতিতে এর থেকে মুক্তির চেষ্টা করা জরুরি, যা আজকের যুগে অনেকেই গ্রহণ করছেন।
যে সকল আলামত থেকে আপনি বুঝবেন আপনি জাদুগ্রস্থ কিনা 👇
১) স্বপ্নের মাধ্যমে প্রসাব পায়খানা বা নাপাকি দেখা।
২) স্বপ্নের মাধ্যমে সহবাস করা।
৩) ভয়ের স্বপ্ন দেখা।
৪) স্বপ্নের মাধ্যমে কুকুর বিড়াল বা পশু দেখা
৫) পেটে বিভিন্ন রোগ বা অতিরিক্ত গ্যাস সৃষ্টি হওয়া, অতিরিক্ত বাথরুমে যাওয়া, বাথরুম অতিরিক্ত দুর্গন্ধ হওয়া
৬) নিজেকে অশান্ত মনে করা, কোথাও শান্তি না পাওয়া
৭)সবকিছু থাকার পরেও তৃপ্ত না হওয়া, দুঃখি থাকা সবসময়।
৮) সবসময়ই মনের মধ্যে ভয় থাকা, কেউ আক্রমণ করবে, এক্সিডেন্ট এর ভয় গাড়ির নিচে চলে যাবো বা উঁচু কোন জায়গায় দাড়ালে মনে হয় পড়ে যাবো এমন হওয়া।
৯) নিজেকে নিজের প্রতি ঘৃণা হওয়া, নিজের প্রতি অতিরিক্ত রাগ হওয়া।
১০) রোগ হওয়ার পর ঔষধে কাজ না করা।
১১) শরীরের মধ্যে মনে হচ্ছে পিপড়ার মত চলা ফেরা করে।
১২) যেকোনো কাজ তাড়াহুড়ো করে করা, দেরি করে করলে রাগান্বিত হওয়া।
১৩) শরীরে ব্যথা অনুভব করা, ডাক্তারের ব্যথার চিকিৎসা কাজ হচ্ছে না।
১৪) সবসময় চোখ জ্বালাপোড়া করা, চোখ লাল হয়ে থাকা।
১৫) জাদুগ্রস্থ ব্যক্তি বারবার বাথরুমে যাওয়া আসা করা।
১৬) অতিরিক্ত খাবার খাওয়ার পরেও তৃপ্ত না হওয়া।
১৭) বুকে জ্বালা ব্যাথা অনুভূত হওয়া, মরে যাবো মনে হওয়া।
১৮) শরীর দূর্বল হয়ে যাওয়া, মাথায় সমস্যা হওয়া কিংবা মাথা ভার হওয়া।
১৯) অতিরিক্ত হাই তোলা ও হাঁচি দেওয়া, এবং দূর্গন্ধ বের হওয়া।
২০) শরীরে যেনো সুই ঢুকছে এরুপ মনে হবে।
২১) চেহারা কালো হয়ে যাওয়া দিন দিন, বড় জাদুতে বেশি কালো হবে।
২২) অযথা ক্লান্ত হয়ে যাওয়া, দূর্বল হয়ে যাওয়া।
২৩) হাত পা প্যারালাইজড এর মতো দূর্বল মনে হবে।
২৪)ফুটবলের গুডুম গুডুম আওয়াজ শুনা যা অন্য কেউ শুনে না।
২৫)স্বপ্নে শনি, মঙ্গলবার বেশি বেশি খেতে দেখা।
এসকল আলামতের সাথে যদি কারো ২-৩ টি বাদে সবগুলো মিলে যায় তাহলে ধরে নিতে পারেন আপনি জাদুগ্রস্থ।
এছাড়াও আপনি নিকটস্থ রুকইয়াহ সেন্টার থেকে অভিজ্ঞ রাক্বী থেকে রুকইয়াহ করিয়ে বিষয়টি নিশ্চিত হতে পারেন।
অথবা আমাদের “আস সুন্নাহ হেলথ কেয়ার” এর অভিজ্ঞ রাক্বী দ্বারা রুকইয়াহ করে আপনি আপনার সমস্যাগুলো পরিক্ষা করাতে পারেন।