জিন ও যাদু প্রতিরোধ করার পাওয়ারফুল আমল

জিন ও যাদু প্রতিরোধ করার ১০টি পাওয়ারফুল আমল

১. আযওয়া খেজুর:

প্রতিদিন সকালে খালি পেটে সাতটি আযওয়া খেজুর খাওয়া। নবীজি (সা.) বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলা খালি পেটে সাতটি আযওয়া খেজুর খাবে, সেদিন কোন যাদু বা বিষ তার ক্ষতি করতে পারবে না।”

২. সোনাপাতা:

নবীজি (সা.) বলেন, “কোন কিছু যদি মৃত্যুকে অতিক্রম করতো, তাহলে তা সোনাপাতা করতো।” যাদুর প্রভাব নষ্ট করতে সোনাপাতা ব্যবহার করা হয়।

৩. ভারতীয় কষ্টাস:

দুষ্ট জিনকে মেরে ফেলা বা শরীর থেকে বের করার জন্য ভারতীয় কষ্টাস ব্যবহার করা হয়। নবীজি (সা.) বলেন, “তোমরা ভারতীয় কষ্টাস ব্যবহার করবে, এতে সাতটি রোগের নিরাময় রয়েছে।”

৪. মধু:

নবীজি (সা.) বলেন, “রোগমুক্তির তিনটি উপায় রয়েছে, তার মধ্যে একটি হলো মধু পান করা।”

৫. কালোজিরা:

নবীজি (সা.) বলেন, “কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ।”

৬. সর্বদায় ওযু অবস্থায় থাকা:

ওযু অবস্থায় থাকলে যাদু প্রভাব বিস্তার করতে পারে না। শয়তান বলেছে, “আমার সবচেয়ে বড় শত্রু সেই ব্যক্তি যে সব সময় অজু অবস্থায় থাকে। কারণ আমি তার কাছে যেতে পারি না।”

৭. জামাতে নামায আদায় করা:

জামাতের সাথে নামাজ পড়লে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়। শয়তান সেই ছাগলকে ধরে খায়, যে দলছুট থাকে।

৮. লা ইলাহা ইল্লাল্লাহ:

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালা হুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বদির” এই কালিমা ১০০ বার সকালে পড়লে সারা দিন জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকবে।

৯. মাগরিবের পর সুরা বাকারা:

মাগরিবের পর সুরা বাক্বারা এর (1-5), (255-256), এবং (284-286) আয়াতগুলো পড়লে ২৪ ঘণ্টার জন্য জিন ও যাদুর প্রভাব থেকে নিরাপদ থাকা যাবে।

১০. শোয়ার পূর্বে আমল:

শোয়ার পূর্বে আয়াতুল কুরসি এবং সুরা বাক্বারা এর শেষ দুই আয়াত পড়া। এই আমল যাদু ও শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা দেয়।

এগুলো মেনে চললে ইনশাআল্লাহ, জিন ও যাদুর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকা যাবে।

এছাড়া ও আমাদের সাথে বিস্তারিত পরামর্শ ও চিকিৎসার জন্য কথা বলুন।

কল দিবেন না ম্যাসেজ দিয়ে অপেক্ষা করুন।আমাদের আস-সুন্নাহ হেলথ কেয়ার এর অভিজ্ঞ রাক্বীগণ আপনার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবে ইনশাআল্লাহ।

For Appointment & Visit :.👇

Whatsapp:- https://wa.me/message/GHRMTFEGOCQPJ1

Telegram:- t.me/ruqyahsunnahsupport

Office :[+880]1313-882464]

Share:

Facebook
Twitter
LinkedIn
Scroll to Top